আজ হতে পারত মিকি রৌকের ২৫তম জন্মদিন
২০১১ সালের শুরুর দিকে এক মেডিকেল পরীক্ষায় সাবেক এই লিভারপুল ফুটবলারের পেলভিক ক্যানসার ধরা পরে এবং ২০১২ সালের জুন মাসের ৪ তারিখ জীবন যুদ্ধে পরাজিত হয়ে মৃত্যু বরণ করেন তিনি।
পেপে রেইনা থেকে শুরু করে কার্লোস পুয়োলের মত বর্তমান ও অতিতের সর্ব স্তরের ফুটবলার তাকে বিশেষ সম্মাননা দিয়েছেন।
মিকি রৌকের মৃতুর কিছু দিন পরেই, তাকে সম্মান ও স্মৃতিচারণ করার জন্য পার্খে দেল পিনেল দে ট্রেম্প (Parque del Pinell de Tremp) একটি স্মারক উন্মোচন করা হয়েছিল, তার জীবনদশায় যেই ক্লাবগুলোর হয়ে খেলেছিলেন এই স্মারকে ঐ সমস্ত ক্লাবের নাম লেখা আছে।
আজ হয়ত তিনি বেঁচে থাকলে বন্ধু ,পরিবার ও সতীর্থদের সাথে দিনটি উদযাপন করতেন। তার সামনে পরে ছিল সুন্দর ভবিষ্যৎ, হতে পারতেন তিনি আগত মৌসুমের লিভারপুলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে নির্মম ক্যানসার তার কোন কিছুই হতে দিল না।
মিকি রৌকের (Miki Roque) বিদেহী আত্মা যেন শান্তি পায় এলএফসি বাংলা পরিবারের পক্ষ থেকে সেই কামনা রইল।